how to USE GOOGLE DORK'S to find a lost old friend | ফেসবুকে হারানো বন্ধুকে কিভাবে খুঁজবেন?


ছোটবেলায় আমাদের সবারই অনেক বন্ধু ছিলো। কিন্তু, তখন ফেসবুক তো ছিলোই না, সেই সাথে মোবাইলেরও তেমন প্রচলন ছিলো না। এরপর হয়তো আপনার বন্ধুকে ছেড়ে বাবা-মায়ের সাথে দুরে কোথাও চলে এসেছেন। হতে পারে, আপনার সেই বন্ধুর ফেসবুক একাউন্ট আছে। সেই একাউন্ট খুঁজে পেলেই প্রিয় বন্ধুর সাথে আবার কথা বলতে পারবেন। বন্ধুকে খুঁজতে নিচের কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন-

প্রথমেই নিচের লেখা লিখে Google সার্চ করুন-

site:facebook.com inurl:NAME

উপরের NAME এর জায়গায় আপনার বন্ধুর নাম লিখবেন। এটি সার্চ দিলে আপনার বন্ধুর নামের অনেক ফেসবুক একাউন্ট আসবে। Photos এ গিয়ে দেখুন- আপনার বন্ধুর ছবি দেখতে পান কিনা? যদি খুব বেশি একাউন্ট চলে আসে এবং আপনার বন্ধুর একাউন্ট খুঁজে না পান তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।

আরও নিখুঁতভাবে খুঁজে পেতে নিচের লেখা লিখে Google সার্চ করুন-

inurl:NAME site:facebook.com CT SC

উপরের NAME এর জায়গায় আপনার বন্ধুর নাম, CT এর জায়গায় বন্ধুর এলাকা/শহরের নাম, SC এর জায়গায় আপনার বন্ধুর স্কুলের নাম লিখে সার্চ করুন। এরপর আশা করা যায় আপনার বন্ধুর ফেসবুক একাউন্ট থাকলে অবশ্যই পেয়ে যাবেন। 

তবে, আপনার বন্ধু যদি ফেসবুক Settings থেকে গুগল সার্চে তার একাউন্ট দেখানোর অপশন off করে রাখে তাহলে, কোন ওয়েব ব্রাউজারে সার্চ করেই তার একাউন্ট পাবেন না।

সেক্ষেত্রে, ফেসবুকে সার্চ করে দেখতে হবে যেমন-

আপনার বন্ধুর শহর, স্কুল ইত্যাদির নামে যেসব ফেসবুক গ্রুপ আছে সেগুলোর member list এ আপনার বন্ধুর একাউন্ট পেতে পারেন।

আর, আপনার বন্ধু যদি লেখাপড়া বা, চাকরির কারণে বর্তমানে চীনে বসবাস করে, তাহলে তো তার ফেসবুক একাউন্টই থাকবে না। কারণ, চীনে ফেসবুক ব্যাবহার করা যায় না। তবুও চেষ্টা করে দেখতে ভুলবেন না।

বন্ধু মানেই শক্তি। হারানো বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, "আবার যদি তোদের দেখা পেতাম, আর কোনদিন হারাতে দিতাম না!"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url