The complete Android App development course - Paid courses download for free
Complete Android App development course bangla
এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট হল মােবাইলে আমরা প্লে স্টোর থেকে যেসব অ্যাপ ডাউনলােড করি সেগুলাে তৈরি করা। যেমন মেসেঞ্জার, শেয়ারইট, ইমাে, হােয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন গেইম যেমন: ক্ল্যাশ অফ ক্লান,পাজি, লুডু স্টার, ক্যান্ডিক্রাশ ইত্যাদি। এছাড়াও যেসব কম্পানির ওয়েবসাইট আছে তারা অ্যাপ বানাতে অ্যাপ ডেভেলপার খুঁজেন। কিন্তু চাহিদার তুলনায় অ্যাপ ডেভেলপার খুবই কম।। অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটি করে আপনি নিজে নতুন কোন আইডিয়া দিয়ে অ্যাপ তৈরি করে নিজের ব্যবসা তথা কম্পানি শুরু করতে পারবেন। এমন বাংলাদেশে কয়েকটি অ্যাপ হল পাঠাও, ডক্টরােলা, ফুডপান্ডা ইত্যাদি। এছাড়াও আপনি যেকোন কম্পানিতে এপ ডেভেলপার হিসেবে উচ্চ বেতনে চাকরির সুযােগ পাবেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও রয়েছে এপপ ডেভেলপারদের প্রচুর চাহিদা। আপনি বাসায় বসে স্বাধীনভাবে যখন খুশি তখন আয় করতে চাইলে এপ ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।
কাদের জন্য এই কোর্স টা?
- যারা এপপ ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে চান।
- অনলাইন উদ্যোক্তা বা আইটি স্পেশালিস্ট হতে চান।
- ই যাদের কোডিং এ আগ্রহ রয়েছে।
- যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান।
শুরুর পূর্বে যা প্রয়োজন
Android App Development কোর্সটি শুরু করার পুরবে Java and XML এর। সম্পর্কে কিছুটা ধারনা থাকতে হবে।কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে। ইন্টারনেট কানেকশসহ একটি কম্পিউটার একটি হেডফোন (ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়।
কম্পিউটার কনফিগারেশন
- CPU: Intel corei3/i5 or AMDryzen 5
- Motherboard: Supports 32GB or more ram and SATA 3.0 and 2TB4TB HD
- Ram: 8GB or Minimum 4GB
- SSD: 256 GB
- Hard Disk: 500GB
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url